Stock Market Journal

অনুমোদন পেল এইচআর টেক্সটাইলের লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক:

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচ আর টেক্সটাইল মিলস্ লিমিটেড। আজ বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন হলে কোম্পানির ৩৫তম এজিএম অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের সুপারিশ করা ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে চূড়ান্ত অনুমোদন পায়।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এবছরও আগের বছরের ধারাবাহিকতা বজায় থাকায় এজিএমে বিনিয়োগকারীদের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আগামী অর্থ বছরগুলোতে ডিভিডেন্ডের পরিমাণ বাড়ানোর আহবান জানিয়েছে শেয়ারহোল্ডাররা।

এতে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোঃ আব্দুল মইন। উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানির পরিচালকসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা এবং বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/বা