এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড কোম্পানিটি নতুন প্রকল্পর জন্য জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি নতুন প্রকল্পর জন্য ৫৫ বিঘা বা ১ হাজার ৮১৫ ডেসিমেল জমি কিনবে। মালেক স্পিনিং ময়মনসিংহের ভালুকায় ৫৫ কোটি টাকা দিয়ে নতুন প্রকল্পের জন্য জমি কিনবে; যা আগের অর্থবছরের বা চলমান হিসাবের স্টেমমেন্টের চেয়ে ১% বেশি হতে পারে। ।সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।
এসএমজে/২৪/সা